News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

লিংকডইনে ভুয়া চাকরি প্রতিরোধে নতুন যাচাইপ্রক্রিয়া চালু

লিংকডইনে ভুয়া চাকরি প্রতিরোধে নতুন যাচাইপ্রক্রিয়া চালু

ফাইল ছবি

পেশাজীবীদের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা ঠেকাতে নতুন যাচাইপ্রক্রিয়া চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে নিয়োগদাতার পদবি ও কর্মস্থলের তথ্য বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে। এটি নির্বাহী পর্যায়ের কর্মকর্তা এবং প্রতিষ্ঠানভিত্তিক পেজ বা ওয়েবসাইট যাচাই-সহ সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বর্তমান ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে যাচাই করতে হবে না। তবে কেউ নতুন করে ‘রিক্রুটার’ বা ‘ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট’ পদবি যোগ করলে বা বর্তমান পদবি পরিবর্তন করলে তা যাচাই বাধ্যতামূলক হবে। প্রাথমিকভাবে অফিসিয়াল ই-মেইল ঠিকানার মাধ্যমে কর্মস্থলের প্রমাণ দিতে হবে।

লিংকডইনের ট্রাস্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট অস্কার রদ্রিগেজ জানান, “নতুন উদ্যোগ চাকরিপ্রার্থীদের প্রকৃত নিয়োগকর্তাকে শনাক্ত করতে সাহায্য করবে এবং প্রতারণার ঝুঁকি কমাবে।”

এর আগে লিংকডইনে ‘ভেরিফায়েড রিক্রুটার’ লেবেল চালু করা হলেও তা শুধুমাত্র অর্থের বিনিময়ে নিবন্ধনকৃত নিয়োগকর্তাদের জন্য সীমিত ছিল। নতুন নিয়মে ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ বা ‘ভাইস প্রেসিডেন্ট’ পদবিধারীদের জন্যও যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: ১০০ গিগাবিট গতির সিক্স-জি চিপ উদ্ভাবন

২০২৩ সালে প্রথমবারের মতো ব্যবহারকারী যাচাই প্রক্রিয়া চালু করা হয়। এখন পর্যন্ত ৮ কোটির বেশি ব্যবহারকারী নিজেদের পরিচয় নিশ্চিত করেছেন। চলতি বছর থেকে এই সুবিধা লিংকডইনের বাইরে সম্প্রসারণ করা হয়েছে, যাতে অ্যাডোবিসহ অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ‘ভেরিফায়েড অন লিংকডইন’ ব্যাজ প্রদর্শন করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়