News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১২, ৭ সেপ্টেম্বর ২০২৫

বাজারে লেনোভোর স্মার্ট মোশন ল্যাপটপ স্ট্যান্ড

বাজারে লেনোভোর স্মার্ট মোশন ল্যাপটপ স্ট্যান্ড

ছবি: ইন্টারনেট

এটি এমন একটি স্ট্যান্ড, যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ল্যাপটপকে উপরে তুলবে, কাত করবে এবং আপনার দিকে ঘুরিয়ে দেবে।

লেনোভোর স্মার্ট মোশন কনসেপ্ট হলো একটি মোটরচালিত ল্যাপটপ স্ট্যান্ড, যা আপনার মুখ অনুসরণ করে।

আইএফএ ২০২৫-এ ঘোষিত লেনোভোর স্মার্ট মোশন কনসেপ্ট ল্যাপটপ স্ট্যান্ডটি স্বয়ংক্রিয়ভাবে উপরে-নিচে ওঠানামা করতে পারে, আবার ঘুরতে এবং কাত হতেও পারে, যাতে ল্যাপটপটি আপনার চোখের উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে আরামদায়ক ভঙ্গিতে থাকে। এটি অনেকটা অ্যাপলের সেন্টার স্টেজ ওয়েবক্যামের আরও শক্তিশালী সংস্করণের মতো- তবে এখানে শুধু ক্যামেরা নয়, পুরো ল্যাপটপই আপনার দেহভঙ্গির সঙ্গে মানিয়ে যায়।

নতুন সেবার জন্য বাংলালিংককে অভিনন্দন জানালেন ফয়েজ আহমদ

সাম্প্রতিক সময়ে এক প্রিভিউ ইভেন্টে এটির ডেমো দেখানো হয়েছিলো। সেখানে এটি মানুষের নড়াচড়া অনুযায়ী টেবিল ঘিরে উপরে-নিচে ও একপাশ থেকে আরেকপাশে ঘুরে লোকজনকে অনুসরণ করছিলো। আরেকটি ডেমোতে এটি একধরনের নৃত্য করেছিল— যেখানে এটি নিজের সম্পূর্ণ মুভমেন্ট রেঞ্জে ঘুরে ও কাত হয়ে কিছু চেনা সুরের সাথে তাল মেলাচ্ছিল। 

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়