News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

১০০ গিগাবিট গতির সিক্স-জি চিপ উদ্ভাবন

১০০ গিগাবিট গতির সিক্স-জি চিপ উদ্ভাবন

ছবি: সংগৃহীত

বিজ্ঞানীরা ক্ষুদ্র আকারের একটি সিক্স-জি (6G) চিপ তৈরি করেছেন, যা সর্বোচ্চ ১০০ গিগাবিট পার সেকেন্ড (Gbps) গতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। এটি ফাইভ-জির (5G) সর্বোচ্চ তাত্ত্বিক গতির প্রায় ১০ গুণ এবং বর্তমান গড় গতির তুলনায় প্রায় ৫০০ গুণ বেশি।

চিপটি তৈরি করেছেন চীনের পিকিং ইউনিভার্সিটি, হংকং সিটি ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারার গবেষকরা। সম্প্রতি নেচার সাময়িকীতে এর বিস্তারিত প্রকাশিত হয়েছে।

মাত্র ১১ বাই ১.৭ মিলিমিটার আকারের এই চিপ ০.৫ গিগাহার্টজ থেকে ১১৫ গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করতে পারে। সাধারণত এত বিস্তৃত ফ্রিকোয়েন্সি কাভার করতে একাধিক যন্ত্রাংশ লাগে। গবেষকদের মতে, নতুন ইলেক্ট্রো-অপটিক মডুলেটর ও অপটোইলেক্ট্রনিক অসিলেটরই চিপটির অতিদ্রুত পারফরম্যান্সের মূল প্রযুক্তি।

পিকিং ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং শিংজুন বলেন, উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেমন মিলিমিটার-ওয়েভ ও টেরাহার্টজ প্রযুক্তি ভবিষ্যতে ভার্চুয়াল রিয়েলিটি, এআই-নির্ভর সেবা ও দূরবর্তী শল্যচিকিৎসায় ব্যবহৃত হতে পারে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার

বর্তমানে ফাইভ-জি নেটওয়ার্ক সর্বোচ্চ ১০ গিগাবিট গতির হলেও বাস্তবে যুক্তরাষ্ট্রের মতো দেশে গড় গতি ১৫০–৩০০ মেগাবিট। নতুন এই চিপ দেখিয়েছে সিক্স-জি প্রযুক্তি ভবিষ্যতে আল্ট্রা-এইচডি স্ট্রিমিং, মেটাভার্স অ্যাপ্লিকেশন ও বিশাল ডেটা-নির্ভর সেবা নতুন মাত্রায় নিয়ে যাবে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০৩০-এর দশকে সিক্স-জি নেটওয়ার্ক চালু হতে পারে। তবে এ উদ্ভাবনকে ভবিষ্যতের তারহীন যোগাযোগ প্রযুক্তির বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়