News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার

ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার

ছবি: সংগৃহীত

এবার ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন ফিচার চালু ও পরীক্ষার উদ্যোগ নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ইউটিউব ও টিকটকের মতো ‘পিকচার-ইন-পিকচার’ (PiP) প্লেব্যাক মোড, নতুন রি-পোস্ট ট্যাব, এবং বন্ধুদের লাইভ লোকেশন জানার সুবিধা যুক্ত ‘ফ্রেন্ডস ম্যাপ’।

ইনস্টাগ্রাম রিলসে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘পিকচার-ইন-পিকচার প্লেব্যাক’ ফিচার, যা প্রাথমিকভাবে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এই ফিচারের কল্যাণে ব্যবহারকারীরা এখন থেকে রিলস দেখতে দেখতে একই সময়ে অন্য কাজও করতে পারবেন—অ্যাপের ভেতরেই হোক কিংবা বাইরে। অর্থাৎ, কোনো রিল চলতে থাকলে সেটি ছোট ভাসমান (ফ্লোটিং) উইন্ডোতে প্রদর্শিত হবে, আর ব্যবহারকারীরা মেসেজের জবাব দেওয়া, রাইড বুকিং বা অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন একই সঙ্গে।

প্রথমে ফিচারটির তথ্য ফাঁস করেন অ্যাপ গবেষক রাদু অন্সেস্কু (Radu Oncescu)। গত ২৭ আগস্ট তিনি মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম থ্রেডসে সচিত্র পোস্টে বিষয়টি তুলে ধরেন। 

পরবর্তীতে মেটা টেকক্রাঞ্চকে নিশ্চিত করে জানায়, সত্যিই পরীক্ষামূলকভাবে এটি চালু হয়েছে। যদি কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি সক্রিয় থাকে, তবে একটি পপ-আপ উইন্ডোতে ব্যবহারের নির্দেশনা দেখাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীর অ্যাপ ব্যবহারের সময় যেমন বাড়বে, তেমনি রিলসের ভিউ ও রিটেনশন টাইমও বৃদ্ধি পাবে। বিশেষত লম্বা রিলস তৈরি করা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি সহায়ক হবে। তবে চাইলে ব্যবহারকারীরা ফিচারটি বন্ধও করতে পারবেন। এজন্য কোনো রিল দেখার সময় ডান পাশে থাকা তিন-ডট মেনুতে গিয়ে ‘পিকচার-ইন-পিকচার’ টগল অফ করতে হবে।

আরও পড়ুন: কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবট নীতিতে পরিবর্তন আনল মেটা

ইউটিউব ও টিকটক অনেক আগেই এই সুবিধা চালু করেছে এবং সেসব প্ল্যাটফর্মে ফিচারটি ইতোমধ্যেই জনপ্রিয়। ফলে ইনস্টাগ্রামের জন্যও এটি সময়ের দাবি হয়ে উঠেছিল। কয়েক মাস আগে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই এই ফিচার আনা হবে। এখন পরীক্ষামূলক চালুর মাধ্যমে সেটিই বাস্তবায়িত হয়েছে।

‘পিকচার-ইন-পিকচার’ মূলত ভিডিও প্লেব্যাকের এমন একটি ফাংশন যেখানে ভিডিও ছোট আকারে ভাসমান উইন্ডোতে রূপান্তরিত হয়। ব্যবহারকারী চাইলে সেটি ধরে স্ক্রিনের যেকোনো স্থানে সরিয়ে রাখতে পারেন। এর ফলে একই সঙ্গে ভিডিও উপভোগের পাশাপাশি অন্য অ্যাপ বা কাজ করা সম্ভব হয়।

উল্লেখ্য, ভিডিও তৈরির ক্ষেত্রে ইনস্টাগ্রামে পিকচার-ইন-পিকচার অপশন অনেক আগে থেকেই আছে, যেমন রিঅ্যাকশন ভিডিওতে যেখানে একটি ভিডিওর ভেতরে একাধিক ভিডিও একসঙ্গে দেখানো হয়। তবে এবার এটি ভিডিও প্লেব্যাকের জন্য আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো।

ইনস্টাগ্রাম সম্প্রতি রি-পোস্ট ফিচারও চালু করেছে। অনেক ব্যবহারকারী ভুল করে রিপোস্ট অপশনে ক্লিক করে ফেলছেন। তবে এতে ফলোয়ারদের ফিডে একই পোস্ট দুবার দেখা যাবে না। পরিবর্তে, ‘ফ্রেন্ডস’ নামের একটি নতুন ট্যাব যুক্ত হয়েছে রিলসের পাশে। সেই ট্যাবে ঢুকে স্ক্রল করলে রিপোস্ট হওয়া কনটেন্ট দেখা যাবে।

এছাড়া ব্যবহারকারী রিপোস্ট করলে তার নিজের প্রোফাইলে নতুন একটি রি-পোস্ট ট্যাব তৈরি হবে। সেখানে তিনি এবং তার ফলোয়াররা সহজেই রিপোস্ট করা কনটেন্ট খুঁজে পাবেন।

অন্যদিকে, ইনস্টাগ্রাম চালু করেছে ‘ফ্রেন্ডস ম্যাপ’ নামের আরেকটি নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধু বা পরিচিতদের লাইভ লোকেশন দেখতে পারবেন। ফলে পরিচিতদের অবস্থান ট্র্যাক করা সহজ হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়