News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

শাকিবের সিনেমায় শাহরুখ-রণবীরের ডিওপি অমিত রায়

শাকিবের সিনেমায় শাহরুখ-রণবীরের ডিওপি অমিত রায়

ছবি: সংগৃহীত

শাকিব খানের নতুন সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা যেন থামছেই না। সেই ধারাবাহিকতায় আরও একটি বড় চমক দিলেন নির্মাতারা। কিং খানের আসন্ন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের খ্যাতিমান চিত্রগ্রাহক অমিত রায়।

অমিত রায় এর আগে অ্যানিমাল, ডাংকি, শি, নিশাব্দ, ইশক বিশক, ফিদা, সরকার, দেবা, রান, লাভ আজ কাল ২–সহ একাধিক জনপ্রিয় ছবির ভিজ্যুয়াল তৈরি করেছেন।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “বাংলাদেশি সিনেমা এবার এমন ভিজ্যুয়াল পাবে যা আগে কখনও দেখেনি দর্শক। আমরা এখন কাজ শুরুর অপেক্ষায় আছি। সামনে আরও চমক আসছে।”

প্রিন্স সিনেমায় নব্বই দশকের গল্প উঠে আসবে। এতে থাকবে অ্যাকশন, ক্রাইম ও আবেগের মিশেল। মুক্তির লক্ষ্য ধরা হয়েছে ২০২৬ সালের ঈদুল ফিতর। ভিজ্যুয়াল, অ্যাকশন সিকোয়েন্স ও শাকিব খানের স্টাইলিশ লুক দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: সাইফুল বারীর কথায় গাইলেন পারভেজ খান

এছাড়া শাকিব খান শিগগিরই ‘সোলজার’ ছবির কাজেও অংশ নেবেন। এতে তার বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। সম্ভাব্য তালিকায় রয়েছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবিটি পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়