সাইফুল বারীর কথায় গাইলেন পারভেজ খান

পারভেজ খান ও সাইফুল বারী। ছবি: নিউজবাংলাদেশ
গীতিকবি সাইফুল বারীর কথায় নতুন গান রেকর্ড করলেন কণ্ঠশিল্পী পারভেজ খান। গানের শিরোনাম ‘কথা রাখলা না’। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিম খান। গানটি শিগগিরই প্রকাশ করবে এইচএম মিউজিক স্টেশন।
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী পারভেজ খান বলেন, “গানটির কথা ও সুর আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। গাইতে গিয়ে আমি আলাদা এক আবেগ খুঁজে পেয়েছি। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।”
গীতিকবি সাইফুল বারী বলেন, “ভালোবাসা ও অভিমান মিশ্রিত অনুভূতির গল্প বলার চেষ্টা করেছি এই গানে। পারভেজ খান ভাই গানে দারুণ প্রাণ দিয়েছেন।”
আরও পড়ুন: পল্টিবাজ কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন: পরীমণি
সুরকার ও সংগীত পরিচালক অনিম খান বলেন, “গানটিকে আধুনিক সংগীতায়োজনে শ্রোতাদের উপযোগী করার চেষ্টা করেছি। এটি সবার মন ছুঁয়ে যাবে বলে আশা রাখি।”
নিউজবাংলাদেশ.কম/এসবি