News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্যোগ মোকাবিলায় বছরে ২৯ বিলিয়ন ডলার দরকার: অর্থ উপদেষ্টা

দুর্যোগ মোকাবিলায় বছরে ২৯ বিলিয়ন ডলার দরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে বছরে অন্তত ২৯ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতেই কষ্ট হয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

অর্থ উপদেষ্টা বলেন, জলবায়ু ইস্যুতে প্রয়োজনীয় অর্থায়ন আসছে না। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ স্থানীয় উদ্যোগে অনেক সময় নিজেদের মতো করেই লড়াই করে। তবে কেবল কেন্দ্রীয় সহায়তার জন্য অপেক্ষা করলে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির ভূমিকা রাখতে হবে। শিশুদেরও ছোটবেলা থেকে দুর্যোগ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অনুষ্ঠানে আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নত ও দায়ী দেশগুলো পর্যাপ্ত অর্থায়ন করছে না, এমনকি দেওয়া প্রতিশ্রুত অর্থও বাস্তবায়ন হচ্ছে না। এর ফলে শুধু অর্থনৈতিক নয়, সামাজিক খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানে বলেন, ঝুঁকির দিক থেকে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। প্রায় আঠারো কোটি মানুষ ক্ষতির মুখে থাকলেও তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট প্রচার পাচ্ছে না। এ বিষয়ে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণে মিডিয়াকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়