দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে এ দামের স্বর্ণ বিক্রি হচ্ছিল ভরি প্রতি ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের তথ্য জানায়। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমলেও আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা। তারও আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।
আরও পড়ুন: আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩০.৩০ বিলিয়ন ডলার
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরি প্রতি ১ হাজার ৫৮৬ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এসবি