News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২৫

আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩০.৩০ বিলিয়ন ডলার

আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩০.৩০ বিলিয়ন ডলার

ফাইল ছবি

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।

রবিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রয়ীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, জুলাই ও আগস্ট মাসের আকু বিল হিসেবে পরিশোধ করা হয়েছে এক হাজার ৫০৩ দশমিক ৫০ মিলিয়ন বা এক দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন ডলার।

এর আগে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ দাঁড়িয়েছিল ২৬ হাজার ৪৫০ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যপণ্যের দাম

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়