আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যপণ্যের দাম

ফাইল ছবি
গত আগস্ট মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ। তবে এ সময়ে খাদ্যপণ্যের দাম সামান্য বেড়েছে। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ, যা আগস্টে বেড়ে দাঁড়ায় ৭.৬০ শতাংশে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএস জানায়, ২০২২ সালের আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯.৫২ শতাংশ, ২০২৩ সালের আগস্টে ৯.৯২ শতাংশ এবং ২০২৪ সালের আগস্টে এ হার ছিল ১০.৪৯ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের আগস্টে মূল্যস্ফীতি কমেছে ০.২৬ শতাংশ।
অন্যদিকে, আগস্টে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৯০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৯.৩৮ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।
আরও পড়ুন: সঞ্চয়পত্রে নতুন মুনাফা হার
এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে ৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির হারের পেছনে থাকছে। এতে নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও তীব্র হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি