News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

শেষ বাছাই ম্যাচে মেসির জোড়া গোল, আর্জেন্টিনার দুর্দান্ত জয়

শেষ বাছাই ম্যাচে মেসির জোড়া গোল, আর্জেন্টিনার দুর্দান্ত জয়

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করলেন লিওনেল মেসি। তার নৈপুণ্যে আর্জেন্টিনা ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে। দলের অপর গোলটি করেন লাওতারো মার্টিনেজ।

বুয়েনস আইরেসের স্টেডিয়ামে শত শত সমর্থকের উল্লাসে মেসি খেলেন চিরচেনা ফর্মে। নিখুঁত পাসিং, ড্রিবলিং ও ডিফেন্স ভেঙে ফেলার দক্ষতায় আবারও মুগ্ধ করেছেন সবাইকে। ম্যাচ শেষে মেসি বলেন, “এই ম্যাচটা আমার জন্য খুব বিশেষ। কারণ এটা বাছাইপর্বে আর্জেন্টিনার মাটিতে আমার শেষ ম্যাচ। এবার পরিবারের সবাই গ্যালারিতে থাকবে, আমরা একসঙ্গে উপভোগ করব।”

কোচ লিওনেল স্কালোনি বলেন, “যত দিন মেসি খেলবেন, তত দিন তাকে উপভোগ করতে হবে। তবে একসময় আর্জেন্টিনাকে মেসি ছাড়া খেলতে হবে, সেই মুহূর্ত এখনো আসেনি।”

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবকে ছাড়িয়ে ফিফটির রেকর্ড লিটনের

দুই দশকের ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে ১৯৩ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১২। তিনি দেশকে উপহার দিয়েছেন দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও অলিম্পিকের স্বর্ণপদক।

ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের শেষ ম্যাচে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে তারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়