টি-টোয়েন্টিতে সাকিবকে ছাড়িয়ে ফিফটির রেকর্ড লিটনের

ফাইল ছবি
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক ইনিংস খেললেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঝড়ো অর্ধশতক হাঁকিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ফিফটির মালিক হয়ে গেলেন তিনি।
মাত্র ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটি পূর্ণ করেন লিটন। ৪৫ রানের সময় ড্যানিয়াল ডোরামের বলে স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে পৌঁছান অর্ধশতকে। এদিন তিনি ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৬ চার ও ৪ ছক্কা।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের ফিফটির সংখ্যা দাঁড়াল ১৪। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, যিনি ১২৯ ম্যাচে করেছিলেন ১৩টি ফিফটি। লিটন তার চেয়ে ১৯ ম্যাচ কম খেলে (১১০ ম্যাচে) রেকর্ডটি নিজের করে নিলেন।
বাংলাদেশের হয়ে ফিফটির তালিকায় লিটন-সাকিবের পর আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ (৮টি করে), তানজিদ তামিম ও মুশফিকুর রহিম (৬টি করে) এবং সৌম্য সরকার (৫টি)।
শুধু ফিফটিই নয়, এদিন আরেকটি রেকর্ড ছুঁয়েছেন লিটন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক মাহমুদউল্লাহর পাশে বসলেন তিনি। দুজনেরই ছক্কার সংখ্যা এখন ৭৭টি। তবে মাহমুদউল্লাহ যেখানে খেলেছেন ১৪১ ম্যাচ, সেখানে মাত্র ১১০ ম্যাচেই সমান ছক্কা হাঁকিয়েছেন লিটন।
আরও পড়ুন: অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই ফিফটি করে সাকিবের পাশে বসেছিলেন লিটন। শেষ ম্যাচে এসে তাকে ছাড়িয়ে গেলেন।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন টাইগার অধিনায়ক। ইনিংসের তৃতীয় ওভারে ডোরামের এক ওভার থেকে নেন ২২ রান। বৃষ্টি ও আলো স্বল্পতায় দুই দফা খেলা বন্ধ হলেও তার ব্যাট থামেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ১০২ রান। লিটন ৩৬ বলে ৬৫ রানে অপরাজিত, সঙ্গ দিচ্ছেন শামীম হোসেন (৯ বলে ১২)। এর আগে দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ বলে ১২ রান করে কাইল ক্লেইনের বলে বোল্ড হন সাইফ হাসান।
বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটি আছে বিরাট কোহলি ও বাবর আজমের দখলে। দুজনই ৩৯ বার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। কোহলি খেলেছেন ১২৫ ম্যাচ, বাবর ১২৮ ম্যাচ। এরপর রয়েছেন রোহিত শর্মা (৩৭), মোহাম্মদ রিজওয়ান (৩১)।
বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে প্রথম দুটি ম্যাচ জিতে। আজকের ম্যাচ জিতলে ডাচদের বিপক্ষে সিরিজে বাংলাওয়াশের স্বাদ পাবে টাইগাররা।
নিউজবাংলাদেশ.কম/পলি