News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০২, ৯ সেপ্টেম্বর ২০২৫

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় ৩ পেসার

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় ৩ পেসার

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার (৮ সেপ্টেম্বর) আগস্ট মাসের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। পুরুষ বিভাগে জায়গা করে নিয়েছেন তিনজন পেসার- ভারতের মোহাম্মদ সিরাজ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস।

মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করেন। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি, ম্যাচে নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। সিরিজের শেষ পর্যন্ত ভারত ৬ রানে জিতে সমতা ২-২ এ পৌঁছায়।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ বোলিং করে। প্রথম টেস্টে ৯ এবং দ্বিতীয় টেস্টে ৭ উইকেট শিকার করে তিনি মোট ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হন।

ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলো ছড়ান। তিন ম্যাচে ১০ উইকেট শিকার করে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ক্যারিবীয়রা ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ জিততে সক্ষম হয়।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বন্ধ বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন

নারী বিভাগে সংক্ষিপ্ত তালিকায় আছেন আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট, নেদারল্যান্ডসের আইরিস জুইলিং এবং পাকিস্তানের মুনিবা আলী। আগস্ট মাসের সেরার মুকুট শেষ পর্যন্ত কার হাতে যাবে, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের নজরের কেন্দ্রবিন্দু।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়