News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বন্ধ বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন

বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বন্ধ বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ এবং সরকারের বিভিন্ন দুর্নীতি ও দূর্নীতিবিরোধী সংস্কৃতির অবসানের দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার হাজারো তরুণ রাজপথে বিক্ষোভে নেমেছেন। নয়া বানেশ্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। পুলিশের টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের পাশাপাশি বানেশ্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

জেন-জি আন্দোলনকারীরা নেপালের পার্লামেন্ট ভবনের দিকে ধাওয়া করে। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা গেট টপকে পার্লামেন্টে প্রবেশ করে। শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে পরিকল্পিত বিক্ষোভটি দ্রুত সহিংস রূপ নেয়। পরিস্থিতির এই উত্তেজনার কারণে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনও ব্যাহত হয়েছে।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু দুপুর আড়াইটার দিকে জানানো হয়, বাইরের পরিস্থিতি উত্তপ্ত। তাই অনুশীলনের জন্য রওনা হওয়া সম্ভব নয়। বাংলাদেশ দল এখন নিরাপদে হোটেলেই অবস্থান করছে। মূলত নয়া বানেশ্বর থেকে দশরথ রঙ্গশালা স্টেডিয়াম পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার দূরত্ব, এবং আন্দোলনের কারণে খেলোয়াড়রা হোটেল থেকে বের হতে পারেননি।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কাবরেরা সংবাদ সম্মেলনে বলেন, প্রথম ম্যাচ ড্র করেছি, কিন্তু আমরা জয়ের স্বাদ নিয়ে ফিরতে চাই। আমাদের মূল লক্ষ্য আগের পারফরম্যান্স ধরে রাখা, তবে অবশ্যই আমরা জিততে চাই এবং সর্বোচ্চ চেষ্টা করব। 

অধিনায়ক জামাল ভূঁইয়াও সতীর্থদের সঙ্গে আলোচনা করে প্রস্তুতির ওপর জোর দিয়েছেন, একই দলের বিপক্ষে আবার খেলে আমাদের শক্তি ও দুর্বলতা মূল্যায়ন করতে হবে। যদিও এগুলো প্রস্তুতি ম্যাচ, তবুও আমরা সবাই জিততে চাই।

আরও পড়ুন: গোল করে ম্যারাডোনাকে ছাড়ালেন লাউতারো মার্টিনেজ

বাংলাদেশ দল শনিবার নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে। ডিফেন্ডার রহমত মিয়া বলেছেন, প্রত্যেক ফুটবলার চেষ্টা করছে মাঠে ভালো করার। যদিও ফল ভাগ্যের ওপর নির্ভর করে, আমরা সর্বদা উন্নতির সুযোগ খুঁজছি। নেপালের বিপক্ষে ঘরের মাঠে খেলা সহজ নয়, তবে আমাদের দল ভালো করছে এবং সামনেও ভালো করবে। 

তিনি নেপালের দশরথ স্টেডিয়ামের মাঠের অবস্থারও অভিযোগ করেছেন, মাঠ ভারী, ঘাস বড় এবং পানি দেওয়া হয় না। আমাদের দেশে অনুশীলনের আগে মাঠে পানি দেওয়া হয়। এখানে তেমন কোনো সুযোগ নেই।

দশরথ স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে সমস্যার ইতিহাস রয়েছে। ২০২৩ সালের ১৭ নভেম্বর ইয়েমেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ছিল সর্বশেষ ফিফা বা এএফসি স্বীকৃত প্রতিযোগিতা। এরপর থেকে মাঠটি আন্তর্জাতিক সূচি থেকে বাদ পড়েছে। তবে প্রীতি ম্যাচ হওয়ায় বাংলাদেশ এই মাঠেই নেপালের সঙ্গে খেলা চালাচ্ছে।

আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শহরের উত্তপ্ত পরিস্থিতি খেলার আয়োজনকে অনিশ্চিত করে তুলেছে। বাংলাদেশ দলের দুই দিনের অনুশীলন ব্যাহত হওয়ার কারণে জামাল ভূঁইয়াদের প্রস্তুতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল নেপাল দল অনুশীলন করেছে, কিন্তু বাংলাদেশ দল বিশ্রামে ছিল।

তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উভয় দলের কোচ এবং অধিনায়কেরা আগামী ম্যাচের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে বক্তব্য দিয়েছেন। এখন সব নজর কাঠমান্ডুর পরিস্থিতির দিকে, যেখানে সামাজিক আন্দোলনের কারণে ফুটবল ম্যাচ আয়োজন সম্ভব হবে কি না, সেটিই মূল বিষয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়