News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

গোল করে ম্যারাডোনাকে ছাড়ালেন লাউতারো মার্টিনেজ

গোল করে ম্যারাডোনাকে ছাড়ালেন লাউতারো মার্টিনেজ

ছবি: সংগৃহীত

লম্বা বিরতির পর আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেই গোলের দেখা পেলেন লাউতারো মার্টিনেজ। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে নামার মাত্র তিন মিনিট পরেই লক্ষ্যভেদ করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড।

৭২তম মিনিটে মাঠে নামা লাউতারো ৭৫তম মিনিটে গোল করেন। লিওনেল মেসির ফ্রি কিক থেকে নিকো গঞ্জালেস বাম দিক দিয়ে ক্রস পাঠালে ডাইভিং হেডারে বল জালে পাঠান তিনি।

এই গোলে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন লাউতারো। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ৩৩, যা দিয়েগো ম্যারাডোনার ৩২ গোলকে ছাড়িয়ে গেছে। উল্লেখযোগ্য হলো, লাউতারো ম্যারাডোনার চেয়ে ১৩ ম্যাচ কম খেলেই এ মাইলফলক স্পর্শ করেছেন।

আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকা- লিওনেল মেসি – ১১৪ গোল, গ্যাব্রিয়েল বাতিস্তুতা – ৫৫ গোল, সার্জিও আগুয়েরো – ৪১ গোল, হার্নান ক্রেসপো – ৩৫ গোল, লাউতারো মার্টিনেজ – ৩৩ গোল, দিয়েগো ম্যারাডোনা – ৩২ গোল। 

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আরও ৩ দেশ

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে ভেনেজুয়েলাকে হারায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিন লাউতারোর পাশাপাশি জোড়া গোল করেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা এখন ১১৪, যা তাকে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেখেছে। তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (২২১ ম্যাচে ১৩৮ গোল)।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়