ওয়ানডে ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত
সাউদাম্পটনের এজিয়াস বোল রবিবার সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৩৪২ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড।
রবিবার (৭ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করে ইংলিশরা। ওপেনার জেমি স্মিথ করেন ৬২ রান, বেন ডাকেট যোগ করেন ৩১। এরপর জো রুট ও জ্যাকব বেথেল গড়ে তোলেন তৃতীয় উইকেটে ১৮২ রানের জুটি। বেথেল ৮২ বলে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি (১১০) পূর্ণ করেন, আর রুট খেলেন ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি।
শেষদিকে অধিনায়ক জস বাটলার মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নিলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৪১৪ রান।
জবাবে ব্যাট হাতে নামতেই ধসে পড়ে দক্ষিণ আফ্রিকা। জোফ্রা আর্চারের গতি সামলাতে না পেরে মাত্র ৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটার। আর্চার শেষ করেন ৪ ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে। স্পিনে সহায়তা করেন আদিল রশিদ (৩ উইকেট) ও ব্রাইডন কার্স।
আরও পড়ুন: গোল করে ম্যারাডোনাকে ছাড়ালেন লাউতারো মার্টিনেজ
প্রোটিয়াদের পক্ষে করবিন বশ ২০ ও কেশব মহারাজ ১৭ রান করে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত ২১ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় দলটি।
যদিও সিরিজটি আগেই নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা, তবে শেষ ম্যাচের এই জয় রেকর্ড বইয়ে জায়গা করে নিল ইংল্যান্ডের জন্য। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানের জয় এখন তাদের দখলে।
নিউজবাংলাদেশ.কম/এসবি