টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দুই বাসভবনে একযোগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এবং একই দিন মধ্যরাতে সখীপুর উপজেলার তার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আকুরটাকুর পাড়ার ‘সোনার বাংলা’ নামে পরিচিত কাদের সিদ্দিকীর শহরের বাসভবনে রাত সাড়ে ১২টার দিকে ১৫–২০ জনের একটি মুখোশধারী দল হেলমেট পরে উপস্থিত হয়। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় তারা মই ব্যবহার করে দেয়াল বেয়ে ভেতরে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শী কর্মচারীদের মতে, হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে, এমনকি নিজেরাও কিছু তেল সঙ্গে এনেছিল। প্রথমেই তারা দুটি গাড়িতে ভাঙচুর চালায় এবং পরে বাসার জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে যায় এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
গাড়িচালক মো. লিটন জানান, তিনজন মুখোশধারী মই দিয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে এবং পেট্রোল ব্যবহার করে গাড়িগুলোতে আগুন ধরানোর চেষ্টা করে। বাইরে থাকা অন্যরা প্রচুর ইটপাটকেল ছোড়ে।
আরও পড়ুন: আবারও জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
একই রাতে কাদের সিদ্দিকীর সখীপুর উপজেলার গ্রামের বাড়িতেও হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এর আগে দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর ১২টার দিকে সভায় যোগ দিয়ে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার পর দুপুর সোয়া ২টার দিকে নিজ বক্তব্য শুরু করেন। মাত্র ১০ মিনিট বক্তব্য দেওয়ার পর তিনি বসে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে দ্রুত গাড়িতে তুলে বাসায় নিয়ে যান।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা পুলিশের আগেই পালিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশ কিছু যন্ত্রাংশ ভাঙা হয়েছে এবং দোতালার জানালার কাচও ভাঙা হয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এই ঘটনার পরদিন দুপুর ১২টায় নিজ বাসভবনে বঙ্গবীর কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি