News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

আবারও জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আবারও জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা অফিসের ভেতরে আগুন ধরিয়ে বিভিন্ন কক্ষে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর মিছিল নিয়ে কার্যালয়ে প্রবেশ করে এ হামলা ও ভাঙচুর চালায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। 

জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে। এটি অগণতান্ত্রিক এবং মবের রাজনীতির অংশ।

ঘটনার সূত্রপাত ঘটে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সংহতি সমাবেশ থেকে। সমাবেশ শেষ করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পল্টনের দিকে রওনা দেন। এরপরই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়।

বিক্ষুব্ধরা কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্রে আগুন দেয় এবং বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। বিক্ষুব্ধরা বিজয় নগর প্রধান সড়কে অবস্থান নেন। পুলিশ ধীরে ধীরে জাপা কার্যালয় থেকে তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কাকরাইলে জাপা-গণঅধিকার সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৭টা ১৮ মিনিটের দিকে আমরা আগুনের খবর পেয়ে আমাদের ইউনিট পাঠিয়েছি। এটি সহিংসতার আগুন হওয়ায় অনুমতিসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করে আগুন নিভিয়ে দেয়।

উল্লেখ্য, এই কার্যালয়ে এ ধরনের হামলা নতুন নয়। গত শনিবার (৩০ আগস্ট) ও ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী একই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। সেই সময়ও পুলিশ জলকামান ও লাঠিপেটার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া, গত আগস্ট মাসের শেষ সপ্তাহেও একাধিকবার আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

এর আগে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়