News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩২, ২৯ আগস্ট ২০২৫
আপডেট: ২০:৫৫, ২৯ আগস্ট ২০২৫

কাকরাইলে জাপা-গণঅধিকার সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

কাকরাইলে জাপা-গণঅধিকার সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। 

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষই ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে। 

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন: নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র করা হচ্ছে: ফারুক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। 

একইসঙ্গে সংগঠনটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ ছিল। পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ার দিকে যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। অফিসের সামনে তখন ৩-৪শ’ লোক জড়ো ছিল, যাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরাও ছিল বলে আমাদের ধারণা।

তিনি আরও জানান, এই ঘটনায় গণঅধিকার পরিষদের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে জাপার নেতাকর্মীরা গণমাধ্যমকে জানান, গণঅধিকার পরিষদের মিছিল থেকেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সংঘর্ষের পর বিজয়নগর ও কাকরাইল এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সেনা ও পুলিশ সদস্যরা মোতায়েন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়