র্যাবের অনুষ্ঠানে নাচবেন শুভ-মেহজাবিন
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) ১১ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে নাচবেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মেহজাবিনের সাথে একটি নাচে অংশ নিবেন তিনি।
র্যাব ফোর্সেস এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে আগামী ২৮ মার্চ র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত হবে জমজমাট এই সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে শুভ-মেহজাবিন ছাড়াও থাকবেন মিলা, আঁখি আলমগীর, রাজীব, কিশোর, পুজাসহ অন্যান্য শিল্পীরা। সংগীতের পাশাপাশি থাকবে নৃত্য, কৌতুক সহ অন্যান্য পরিবেশনা। কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি।
এটিএন বাংলা অনুষ্ঠানটি র্যাব হেডকোয়ার্টার থেকে সরাসরি সম্প্রচার করবে। র্যাব মহাপরিচালকসহ র্যাবের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








