প্রথমবার শুরু হচ্ছে গানের মেলা
ঢাকা: দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে গানের মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে আগামী ৯ এপ্রিল এ মেলা শুরু হবে, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশের সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের সৃষ্টিশীল মানুষদের নিয়ে এ মলার আয়োজন করতে যাচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ মেলার ঘোষণা দেন এমআইবি-গানমেলার সমন্বয়কারী ও সংগীত শিল্পী সাজেদ ফাতেমী।
তিনি জানান, বইমেলার আদলে এ মেলায় অন্তত পঞ্চাশটি স্টল থাকবে। দেশের নতুন-পুরনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এবং কনটেন্ট প্রোভাইডারসহ সংগীত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্টলগুলো বরাদ্দ দেয়া হবে। স্টলগুলোতে থাকবে দেশের নবীন-প্রবীন শিল্পীদের প্রকাশিত অডিও সিডি। থাকবে খাবারের দোকানসহ শিশু কর্নার।
মেলায় প্রতিদিন গান পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীরা। চলবে শিল্পীদের নতুন অ্যালবামের প্রকাশনা।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








