মিস ইন্ডিয়া দিল্লির অদিতি আর্য
মিস ইন্ডিয়ার মুকুট এবার দ্যুতি ছড়াবে দিল্লির বাসিন্দা অদিতি আর্যের মাথায়। পরবর্তী বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী আফ্রিন রাচেল ভাজ ও বর্তিকা সিংহ। দুই রানারআপ সুযোগ পাবেন আন্তর্জাতিক বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার। ইন্ডিয়া টুডে।
শনিবার রাতে মুম্বাইয়ের যশ রাজ স্টুডিতে বসেছিল জমকালো মিস ইন্ডিয়া-২০১৫ প্রতিযোগিতার ফাইনাল আসর। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ৫২তম আসরের ফাইনালে বিচারকের আসনে ছিলেন- জন আব্রাহাম, মনীষা কৈরালা, সনু নিগম, অনিল কপূর, ফিরোজ নাদিয়াদওয়ালা, আবু জনি, সন্দীপ খোসলা, শিল্পা শেঠি, সোনালী বেন্দ্রে, চিত্রাঙ্গদা সিংহ এবং শিয়ামক দাভর। এছাড়াও বিশেষ চমক ছিল জ্যাকলিন ফার্নান্ডেজ ও শাহিদ কাপুরের পারফর্ম্যান্স।
গান গেয়েছেন কণিকা কাপুর ও শালমালি খোলগাড়ে। এ ছাড়া মঞ্চ মাতিয়েছে ‘কিক’খ্যাত জনপ্রিয় সংগীত পরিচালক ত্রয়ী হারমিত সিং, মনমিত সিং ও অঞ্জন ভট্টাচার্যর গানের দল মিট ব্রাদার্স অঞ্জন। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মনিষ পল ও নেহা ধুপিয়া।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








