‘আয়নাবাজি’ নিয়ে আসছেন অমিতাভ
ঢাকা: বিজ্ঞাপন আর নাটক বানিয়ে অনেক আগেই পরিচিতি পেয়েছেন অমিতাভ রেজা। এবার শুরু করতে যাচ্ছেন তার প্রথম ছবি ‘আয়নাবাজি’র কাজ।
প্রথম ছবির নির্মাণ উপলক্ষে রোববার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন অমিতাভ রেজা ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন। সেখানে তারা চলচ্চিত্রটির বিষয়ে বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, এর আগে অমিতাভ রেজা ইমপ্রেস টেলিফিল্মসের প্রজেক্টে ‘প্রক্সি’ নামে একটি ছবি বানানোর কথা ছিল। কিন্তু প্রজেক্ট বন্ধ হয়ে গেলে ছবিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








