সেরা পরিচালকের সম্মান ঋতুপর্ণকে উৎসর্গ করলেন সৃজিৎ
‘চতুষ্কোণ’ সিনেমার জন্য সেরা পরিচালকের সম্মানটি প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করলেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিৎ মুখোপাধ্যায়। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিৎ বলেন, " এই পুরস্কার উৎসর্গ করছি ঋতুদা এবং গোটা দলকে। যাদের কারণে সিনেমাটি বানানো সম্ভব হয়েছে, সেই দলের অপরিহাযর্ ব্যাক্তিটি ছিলেন ঋতুদা।"
উল্লেখ্য, চলতি সপ্তাহেই ঘোষিত হয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এতে সেরা পরিচালকের পুরস্কার ছাড়াও ‘চতুষ্কোণ’ অর্জন করেছে সেরা চিত্রনাট্য এবং সেরা চিত্রগ্রহণের পুরস্কার।
সিনেমাটি তৈরি করতে গিয়ে অনেক বাধার সম্মুক্ষিণ হতে হয়েছে জানিয়ে ইন্ডিয়া টুডেকে সৃজিৎ বলেন, “কিন্তু এখন আমরা সবাই আনন্দিত কারণ সিনেমাটি জাতীয় সম্মাননা অর্জন করেছে।”
চারজন নির্মাতাকে ঘিরে ২০১৪ সালের সিনেমা চতুষ্কোণে ঋতুপর্ণ ঘোষের অভিনয়েরও কথা ছিল। কিন্তু তিনি মারা যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
সিনেমাটিতে অনেকের মধ্যে আরো অভিনয় করেছেন তিন জন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙ্গালি নির্মাতা- গৌতম ঘোষ, অপর্ণা সেন এবং কৌশিক গাঙ্গুলি। সিনেমার চতুর্থ নির্মাতার ভূমিকায় অভিনয়ের কথা ছিল ঋতুপর্ণ ঘোষের।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








