‘আমি জানতাম, সিডনিতে আনুশকার উপস্থিতি অশুভ হবে!’
এ যেন ‘খায় দায় চান মিয়া আর মোটা হয় সুরুজ’ অবস্থা! কারণ, একজনের দোষে আরেকজনের শাস্তি ভুগতে হচ্ছে। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা ম্যাচে ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা দুনিয়া সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সমর্থকদের হতাশার ব্ল্যাকহোলে ডুবিয়ে দিয়ে মাত্র একরানে আউট হন। এসময় টিভি স্ক্রিনে তার প্রেমিকা বলিউড তারকা আনুশকার মুখে হাত দেওয়া হতাশাক্লিষ্ট ছবি দেখানো হয়।
কিন্তু ভারতীয় সমর্থকদের অনেকেই বিরাট কোহলির ওই আউটের জন্য আনুশকাকেই দোষী সাব্যস্ত করছেন। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় আনুশকাকে খোঁচা দিয়ে, হেয় করে মন্তব্যের ঝড়।
অভ্যুদয় নামের এক ভারতীয় সমর্থক টুইট করেন, আনুশকা, “প্রথমে তুমি তোমার ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছো। আর এখন বিরাটের একাগ্রতা নষ্ট করে দিলে। তুমি কেন এমন করলে আমার সঙ্গে!” প্রসঙ্গত, শুধুমাত্র প্রেমিক বিরাটকে উৎসাহ দিতেই বলিউডের এই লাস্যময়ী গ্ল্যামারগার্ল সিডনি ছুটে গেছেন দিন কয়েক আগে।
কামাল আর খান নামের একজন টুইট করেন, “আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আনুশকার বাড়িতে ঢিল ছুড়ুন। সেমিফাইনালে ভারতের হারার কারণ সে-ই।” অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার আগেই এবং ভারতের সুযোগ এখনো মিইয়ে না যাওয়া সত্ত্বেও কামাল সাহেব ভারতের হার দেখে ফেলেছেন।
সুজি মান নামে একজন টুইট করেছেন, “আমি জানতাম, সিডনিতে আনুশকার উপস্থিতি অশুভ হবে।”
ব্লু রাবন লিখেছেন, “যুবি’র (যুবরাজের) জন্য যে কম্মটা দীপিকা করেছেন আনুশকা তাই করছেন বিরাটের জন্য।” সূত্র: নবভারত টিইমস
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








