News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২০

খুবিতে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবনের ইউআরপির লেকচার থিয়েটারে ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে শনিবার ‘অ্যা থ্রাইস পার্টিশনড নেশন : রিভিজিটিং বাংলাদেশ’ দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

সকাল সাড়ে নটায় ইংরেজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুবি কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান, কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক ড. শেখ মো. রজিকুল ইসলাম। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড.সাবিহা হক।

সম্মেলনের প্রথম দিন ওয়ার্কিং সেশনে মূল নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রথম সেশনে মডারেটর ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আজিজুল হক।

এ সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ‘মুক্তিযুদ্ধ’ শীর্ষক নিবন্ধ, ‘দেশভাগের কালো বরফ: তাৎপর্য বিচার’ শীর্ষক নিবন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজল বন্দ্যোপাধ্যায়, ‘বঙ্গভঙ্গ, পূর্ববঙ্গ ও স্বপ্নভঙ্গ’ বিষয়ের ওপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ড. মো. চেঙ্গীশ খান, ‘ঐতিহাসিক বিভক্তি: শিল্পকলায় বাংলার সমাজচিত্র’ বিষয়ের ওপর খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষক ড. নিহার রঞ্জন সিংহ, ‘মধ্যাহ্ন এবং জোছনা ও জননীর গল্প : জনপ্রিয় কথকের চোখে দেশভাগ-দেশলাভ’ বিষয়ের ওপর খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের শিক্ষক ইমরান কামাল ও আবুল ফজল।

দ্বিতীয় পর্বে ‘কেন এতো বিভাজন’ শীর্ষক মূল নিবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আজিজুল হক। এ সেশনে মডারেটর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. এবিএম রেজাউল করিম ফকির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ফেরদাউস এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ড. মিয়া মো. নওশাদ কবির।

বিকেলে তৃতীয় সেশনে মডারেটর ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান। এ সেশনে নিবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ড. মো. রেজাউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মো. সরোয়ার জাহান এবং আব্দুর রহমান শাহীন।
 
সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, নেতাজী সুভাষ চন্দ্র ওপেন ইউনিভার্সিটিসহ ভারতের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় কলেজ ও বাংলাদেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

আগামীকাল রোববার সম্মেলনের দ্বিতীয় দিনেও একাধিক গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়