News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১১:২৬, ১ ফেব্রুয়ারি ২০২০

রাবি লেখক সংগঠন ‘স্নানে’র ৭ বছর পূর্তি

রাবি লেখক সংগঠন ‘স্নানে’র ৭ বছর পূর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদীয়মান লেখকদের সংগঠন ও ছোটকাগজ  ‘স্নানে’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি।

এ উপলক্ষে ক্যাম্পাসে তারা র‌্যালি করেছে।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘স্নান’ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।

সম্পাদক সুবিদ সাপেক্ষের পরিচালনায় র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রফেসর রহমান রাজু, বাংলা বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ প্রমুখ।

র‌্যালি শেষে তারা স্নান চত্বরে মুক্ত আড্ডার আয়োজন করে।

উল্লেখ্য, ২০০৯ সালে লেখক তৈরির উদ্যেশ্যে স্নান এর যাত্রা শুরু হয়। প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে লেখা সংগ্রহ  করে ছোটকাগজে প্রকাশ করে উদীয়মান লেখকদের লেখায় উৎসাহ প্রদান করে আসছে সংগঠনটি।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়