News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪২, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০১:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২০

‘যে কোনো পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা রুটিনমাফিক হবে’

‘যে কোনো পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা রুটিনমাফিক হবে’

ঢাকা: যে কোনো পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা রুটিনমাফিক নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর কোনো ব্যাত্যয় হবে না। একথা বলেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।  

আজ শনিবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ অনুষ্ঠানে ৩২ জন জেলা শিক্ষা কর্মকর্তা ও ৩২ জন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে গাড়ি দেয়া হয়। শিক্ষামন্ত্রী স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে গাড়ির চাবি তুলে দেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘তিন মাসে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রমে স্থবির হয়ে যাওয়া শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’’

শিক্ষামন্ত্রী এসময় আরো বলেন, ‘‘তিন মাসে শিক্ষার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের সাড়ে ৫ কোটি শিক্ষার্থী ৩ মাস ধরে ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, লেখাপড়া করতে পারছে না। এটি জাতির জন্য বিশাল ক্ষতি।

নাহিদ বলেন, ‘‘বছরের প্রথম দিনে সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই বিতরণের দিনেও হরতাল দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছিল।’’

বিভিন্ন জেলা শিক্ষা অফিসার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দেয়া গাড়ির ব্যাপারে মন্ত্রী বলেন, ‘‘গাড়িগুলো সম্পূর্ণভাবে শিক্ষার মানোন্নয়নে ব্যবহার করতে হবে।’’

উল্লেখ্য, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ব্যবহারিক ক্লাসের প্রয়োজনে এ ধরনের গাড়ি দেয়ার ঘটনা এই প্রথম। পর্যায়ক্রমে সব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ ধরনের গাড়ি দেয়া হবে। টিকিউআই প্রকল্পের মাধ্যমে এ নতুন গাড়িগুলো দেয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বাকি ৩২ জেলায় নতুন গাড়ি দেয়া হবে।

যেসব জেলার শিক্ষা অফিসারের জন্য এ গাড়ি দেয়া হয় সে জেলাগুলো হলো, সিলেট, যশোর, পটুয়াখালী, ব্রাক্ষ্মবাড়ীয়া, মৌলভিবাজার, পঞ্চগড়, টাঙ্গাইল, বগুড়া, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, বান্দরবান, নেত্রকোনা, মাদারীপুর, রাজশাহী, দিনাজপুর, রংপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, ফরিদপুর, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, নীলফামারী, ভোলা।

পুরনো ৩২টি জিপ গাড়ি দেয়া হয়েছে, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, রংপুর, পাবনা, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, ররিশাল, মৌলভিবাজার, সিলেট, কক্সবাজার, চাঁদপুর, ব্রাক্ষ্মবাড়ীয়া, পঞ্চগড়, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর,  নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, নীলফামারী।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়