News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৯, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২০

জাবিতে র‌্যাগিং ঠেকাতে এবার বহিষ্কারের বিধান

জাবিতে র‌্যাগিং ঠেকাতে এবার বহিষ্কারের বিধান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহুল আলোচিত র‌্যাগিং ঠেকাতে এবার আজীবন বহিষ্কারের বিধানসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। জাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাগিংকে একটি জঘন্য সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘৃণ্য আচরণ ব্যক্তির অপূরণীয় শারীরিক-মানসিক ক্ষতি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘র‌্যাগিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী আজীবন বহিষ্কারের বিধানসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অভিযুক্তকে রাষ্ট্রীয় আইনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে।’

র‌্যাগিংয়ের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৈহিক ও মানসিক পীড়ন, যে কোনো ধরনের অশোভন আচরণ, কারো অধিকারে হস্তক্ষেপ, মত প্রকাশে বাধাদান, জোরপূর্বক কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী করা, রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে বাধ্য করা, কারো সামাজিক মর্যাদাহানিকর কর্মকাণ্ড চাঁদাবাজি, মুক্তিপণ, ঘুষ বা যে কোনো ধরনের আর্থিক অনাচার, বল প্রয়োগ আইনের অপরাধ হিসেবে এই র‌্যাগিং অপরাধ গণ্য হবে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়