News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩০, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২০

২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা বন্ধ থাকবে

২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা বন্ধ থাকবে

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। রোববার সচিবালয় নিজ মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পর‌্যালোচনা সংক্রান্ত এক সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যস্তরার বিষয় মাথায় রেখে শিক্ষামন্ত্রী ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে পরীক্ষা না নেওয়ার জন্য বোর্ডের কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

সভায় প্রশ্ন ফাঁস বা এ সংক্রান্ত গুজব সৃষ্টি করলে পাবলিক পরীক্ষা আইনে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া পরীক্ষার সময় কোচিং সেন্টার এবং পরীক্ষা কেন্দ্র এলাকায় ফটোকপির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন অনুযায়ী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল বিভিন্ন বোর্ডে পরীক্ষা রয়েছে।

এদিকে গত ১৮ মার্চ ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি রকিব উদ্দিন আহমদ নির্বাচনের। ঘোষিত তফসিল অনুযায়ী তিনি সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আজ (রোববার) ২৯ মার্চ। এরপর ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। এরপর ২৮ এপ্রিল মঙ্গলবার তিন সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থন দিয়েছেন। অভিভাবকেরা ফোন করে বলেছেন, বেস্ট ডিসিশন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষার্থী-অভিবাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে সূচি অনুযায়ী পরীক্ষা নিতেই হবে। যা কিছু ঘটুক নির্ধারিত সময় ১ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যতয় হবে না। এসএসসির মত ফাঁকে ফাঁকে পরীক্ষা নিলে শেষ করতে দীর্ঘ সময় লেগে যাবে।’

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি, পুলিশ বাহিনী, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়