News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২০

গ্যালারি কসমসে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী

গ্যালারি কসমসে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী

ঢাকা: রাজধানীতে ছোট ছোট শিশুদের আঁকা ছবি নিয়ে গ্যালারি কসমসে ‘উই শ্যাল অভারকাম’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

ই.টি কিটি স্কুলের ৪৫ জন শিশু শিল্পীর আঁকা ছবি নিয়ে প্রদর্শনীটি চলবে আগামী ২৭ ও ২৮ মার্চ সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
 
বৃহস্পতিবার শিশুদের হৈ-হুল্লোর, কোমল কিচির মিচির এর মধ্য দিয়ে বৃহস্পতিবার ই.টি কিট স্কুল অব ফাইন আর্টসের আয়োজনে উই শ্যাল অভারকাম শীর্ষক চিত্র প্রদর্শনীটি শুরু হয়।
 
প্রদর্শনীটির  উদ্বোধনকালে  ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের লেকচারার শিল্পী বিশ্বজিৎ গোশ্বামী বলেন, “ছবি আঁকার ক্ষেত্রে  বড়দের প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু শিশুদের  কোনো প্রতিবন্ধকতা নেই। রং তুলি হাতে শিশুরা স্বাধীন। রং তুলির মাধ্যমে খুব সহজেই তারা মনের ভাব ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারে।”

গ্রামীণ পটভূমি, ঢাকায় পানির  জন্য যে হাহাকার তার  রূপক ছবি প্রচন্ড পিপাসায় পানির জন্য কাতর টিয়ার পানির কল থেকে এক ফোটা পানি খাওয়ার চেষ্টা, এমনকি ঢাক শহরের বায়ু দূষণ ও বাদ যায়নি শিশুদের আঁকার বিষয় থেকে।

বাচ্চাদের আঁকা ছবির প্রদর্শনী দেখতে আসা লন্ডন কলেজ অব ল স্ট্যাডির শিক্ষার্থী তানজিনা বলেন, “ছবিগুলো এতো সুন্দর হয়েছে যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এগুলো বাচ্চারা এঁকেছে। আমার কাছে অদ্ভুত লাগছে।”

ই.টি কিটি স্কুল অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা রুদাবা মোহসিন  বলেন, “শিশুদের ছবি নিয়ে এটি আমাদের প্রথম প্রদর্শনী। শিশুর মনের সৃষ্টিশীলতা বৃদ্ধি করার জন্য তাদের  কল্পনার জগৎকে প্রসারিত করার ক্ষেত্রে ছবি আঁকার অভ্যেস অত্যন্ত কার্যকর ভূমিক পালন করে। তাই আমরা শিশুদের ছবি আঁকার ক্ষেত্রে কোনো চাপ দেই না এবং  বেসিক থেকে শেখানো শুরু করি।”

প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে সময় শিশুরা ছাড়াও তাদের বাবা-মা এবং বিভিন্ন বয়সের দর্শকরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়