News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২১:০০, ১৮ জানুয়ারি ২০২০

৫ জানুয়ারি নির্বাচনের খেলা খেললে, সেটাই শেষ খেলা: খন্দকার মাহবুব

৫ জানুয়ারি নির্বাচনের খেলা খেললে, সেটাই শেষ খেলা: খন্দকার মাহবুব

ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ জানুয়ারির নির্বাচনের খেলা খেলতে চাইলে, সেটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ খেলা হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছেন উল্লেখ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) ভেবেছিলেন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, নেতা-কর্মীদের মুক্তি ও মামলা তুলে নেওয়ার দাবিতে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে না। আর তিনি (প্রধানমন্ত্রী) সবার কাছে বলবেন বিএনপি একটি  জঙ্গিবাদী দল। তারা নির্বাচনে আসে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, একদিকে তারা বলেন বিএনপির আন্দোলন ব্যর্থ আবার অন্যদিকে বলছেন বিএনপির আন্দোলনে দেশের উন্নতি ব্যহত হচ্ছে, অর্থনীতি ব্যহত।

এসময় `নিখোঁজ` বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গে বলেন, সালাউদ্দিন নিজে যদি থেকে আত্মগোপনে থাকেন তাহলেও আইন শৃঙ্খলা বাহিনীর উচিত তাকে খুঁজে বের করা। তারা না পারলে বুঝতে হবে দেশে কারুরই নিরাপত্তা নাই।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত পেষাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব ড. এ জেড এম জাহিদ হোসেন, আ্যাবের সভাপতি আক্তার হোসেন, জাতীয়  প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী, প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়