News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২১:০০, ১৮ জানুয়ারি ২০২০

আমি প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট: কবরী

আমি প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট: কবরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি নির্বাচনে নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট বলে দাবি করেছেন সাবেক চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী।

রোববার বিকেলে আনিসুল হক মনোনয়ন পত্র জমা দিয়ে বের হয়ে যাওয়ার পরপরই তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন।

এ সময় সাংবাদিকদের কাছে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট। আমি এতদিন সিনেমায় অভিনয় করে ১৬ কোটি মানুষের হৃদয় জয় করেছি। সিটি নির্বাচনেও আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি পাস করলে নারীর ক্ষমতায়ন বাড়বে।”

সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনা কি আনিসুল হককে সমর্থন দিয়ে ভুল করেছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না ভুল করেননি। এটা রাজনৈতিক কৌশল।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য বলেন তাহলে কী করবেন? এমন প্রশ্নে কবরী বলেন, “সেটা পরে ভেবে দেখব।”

নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়