নির্বাচনে ভদ্রলোকদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে: কামরুল
সিটি করপোরেশন নির্বাচনে ভদ্রলোকদের জন্য লেভেল প্লায়িং ফিল্ড থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার লেভেল প্লেয়িং ফিল্ডের দাবির পরিপ্রেক্ষিতে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়ার উদ্দেশে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, "আপনি লেভেল প্লায়িং ফিল্ড চেয়েছেন। আপনাকে বলতে চাই, যারা ভদ্রলোক তাদের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।"
এসময় খাদ্যমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে আরো বলেন, "সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর লেভেল প্লায়িং ফিল্ড এর কথা বলবেন তা হবে না।"
সিটি করপোরেশন নির্বাচন বিএনপির জন্য সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করে এডভোকেট কামরুল নির্বাচনে আসতে চাওয়ায় খালেদা জিয়াকে এসময় অভিনন্দন জানিয়ে বলেন, "কিন্তু সাবধান নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন না। যারা গণতান্ত্রিক ভাবে রাজনীতি করে সরকার তাদের সাথে গণতান্ত্রিক আচারন করে।"
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়া রাজাকারদের সাথে হাত মিলিয়ে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, "আমি জিয়াকে মুক্তিযোদ্ধা মনে করিনা।"
স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রাহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশে মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ এবং মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ ইউনিট কমান্ড এ আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ এর সভাপতি অধ্যঃ (অব) মোঃ সিরাজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) হেলেল মর্শেদ খান (বীর বিক্রম), মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মস্তফা জালাল মহিউদ্দিন, ডাঃ বদিউর জামান ভুঁইয়া, মিলি রাহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এসজে
নিউজবাংলাদেশ.কম








