News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহে নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহে নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে নজরুল ইসলাম নজু (৭২) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়রা জানায়, নজু স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে দুইতলা বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি দোতলা থেকে নেমে নিচের কক্ষে যান এবং গেটের সিটকিনি লাগিয়ে দেন। ভোরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশে খবর দিলে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: নিউজবাংলাদেশে সংবাদ প্রকাশের পর সেই আসমানীর পাশে ইউএনও

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, “দীর্ঘদিন ধরে তার পারিবারিক ঝামেলা চলছিল। এছাড়া ব্যাংকের ঋণও ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়