নিউজবাংলাদেশে সংবাদ প্রকাশের পর সেই আসমানীর পাশে ইউএনও
ছবি: নিউজবাংলাদেশ
গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) নিউজবাংলাদেশে "এ যেন সত্যিকারের আসমানী” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনীর নজরে আসে৷
কচুয়া গ্রামের সেই অসহায় বৃদ্ধা ফজিলা বেগমের অসহায়ত্বের চিত্র দেখে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে উপহার নিয়ে ফজিলার বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল রনী।
এসময় তিনি ওই বৃদ্ধার ঘর তৈরির জন্য টিন ও শুকনো খাদ্য প্রদান করেন। খুব শীঘ্রই তাকে ঘরের জন্য আর্থিক সহায়তা করা হবে বলেও তিনি জানান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খোকন সিকদারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ফজিলা বেগম কান্নাস্বরে বলেন, আমার দুঃখের খবর দেখে উপজেলার ইউএনও সাহেব পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ্ তাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক। আপনারা সবাই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন আমার নতুন ঘরটা হয়ে যায়।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী জানান, কচুয়া গ্রামের ফজিলা বেগমের অসহায়ত্বের চিত্র আমাদের হৃদয় ছুয়ে গেছে। সরকারি সহায়তা থেকে অসহায় ওই বৃদ্ধাকে টিন ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়াও ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেসব সরকারি সহায়তা রয়েছে, সেগুলো দেয়ারও চেষ্টা করবো।
নিউজবাংলাদেশ.কম/এসবি








