News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৫, ১৮ জানুয়ারি ২০২০

সহযাত্রীরা অটোরিকশা থেকে নামিয়ে ধর্ষণ করলো গৃহবধূকে

সহযাত্রীরা অটোরিকশা থেকে নামিয়ে ধর্ষণ করলো গৃহবধূকে

ঢাকা: অটোরিকশায় শেয়ারে (অপরিচিত কয়েকজনে মিলে গাড়ি ভাড়া করা) যেতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৯)। তিনি রোববার রাতে মুন্সিগঞ্জের নিমতলী থেকে দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলায় আসছিলেন। এ ঘটনার মূল হোতাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করেছে। ধর্ষিতার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। বর্তমানে তিনি ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সিগঞ্জ জেলার নিমতলীর বাসিন্দা ওই নারীর স্বামী মুস্তাফিজ জানান, বাড়ি থেকে সিএনজিতে করে তার স্ত্রী দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা এলাকার মোল্লার বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সিএনজিতে থাকা অন্য দুই যাত্রী তাকে কালিমন্দির এলাকায় নামিয়ে রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ধর্ষণ করে। এসময় তিনি স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন মোল্লার বাজারে। বিলম্ব দেখে স্ত্রীর মুঠোফোনে ফোন দিলে অন্য একজন ফোন ধরে জানায় তার স্ত্রী আহত অবস্থায় কালিমন্দিরের সামনে পড়ে আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে আজ (সোমবার) সেখান থেকে তাকে ঢামেকে ভর্তি করান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বায়েজিদ নিউজবাংলাদেশ.কমকে জানান, ধর্ষক মোখলেছুর রহমানকে আটক করা হয়েছে । তার সহযোগী অপর ধর্ষকদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়