সরেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
দিনাজপুর: আদিবাসী শ্রমিক হুপেন সরেন হত্যার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
আজ সোমবার সকাল ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে এ মানববন্ধনে অংশ নেয় অর্ধশতাধিক আদিবাসী। এসময় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষণ মাহতো, জেলা কমিটির সভাপতি সোহেল পিতর মুরমু, নারেশ হেম্রম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে আদিবাসীরা নির্যাতিত হচ্ছে। তাদেরকে ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে তাদের বসতবাড়ি। এসব ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না।
বক্তারা আরো বলেন, ২৫ মার্চ ২০১৫ বীরগঞ্জের আদিবাসী দিনমজুর গুপেন সরেনকে হত্যা করা হয়। এ হত্যাকান্ড কোনো বিছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এরপর কৌশলে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। যাতে এ হত্যাকান্ড ভিন্নখাতে প্রবাহিত করা যায়।
গুপেন সরেন হত্যা, রাজশাহীর তানোরের আট বছরের শিশু ধর্ষণসহ সারাদেশে ঘটে যাওয়া আদিবাসীদের ওপর সব ধরনের নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় এ মানববন্ধন থেকে।
উল্লেখ্য, ২৫ মার্চ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আদিবাসী দিনমজুর গুপেন সরেনের (৩৫) ঝুলন্ত লাশ বীরগঞ্জের বলাকা মোড়ের এম এস হক ট্রেডার্স নামে একটি বীজ উৎপাদনকারী কৃষি খামার থেকে উদ্ধার করে পুলিশ।
অনুমান করা হচ্ছে, বেলা ৪টার দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








