মন্ত্রীর ভাবি ছিনতাইকারীর কবলে
ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ভাবি রেবেকা সুলতানা (৩৮) ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। এসময় তার ভ্যানিটি ব্যাগে থাকা সত্তর হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
সোমবার বেলা সোয়া ১২টার দিকে রেবেকা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ছিনতাইকারীর কবলে পরেন।
তিনি নিউজবাংলাদেশকে জানান, রিকশায় করে দুপুরে অসুস্থ বোনকে দেখতে তিনি ঢাকা মেডিকেলে যাচ্ছিলেন। রিকশাটি শামসুন্নাহার হলের সামনে পৌঁছাতেই দু’জন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। এসময় রেবেকা রিকশা থেকে পরে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস।
রেবেকার স্বামী নাজিমুদ্দিন ভূঁইয়া মন্ত্রী আকম মোজাম্মেল হকের ফুপাতো ভাই। তাদের বাসা গাজীপুরের জয়দেবপুরের দক্ষিণ ছায়াবিথীতে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








