News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৫, ১৮ জানুয়ারি ২০২০

ব্লগার হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

ব্লগার হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

ঢাকা: ব্লগার ওয়াসিকুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সোমবার বিকেল ৫টায় শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

সোমবার দুপুর ২টার দিকে গাণজাগরণ মঞ্চের কর্মী ও লেখক শাকিল অরণ্য ঢাকা মেডিকেলে ওয়াসিকুর রহমানের মৃতদেহের পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি দাবি করেন, ওয়াসিকুর রহমান গণজাগরণ মঞ্চের এক জন নিয়মিত কর্মী ও লেখক ছিলেন। এ কারণেই তাকে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে শাকিল অরণ্য।

প্রসঙ্গত, সকাল ১০টার দিকে তেজগাঁও বেগুনবাড়ি ঢালে ওয়াসিকুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে  জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়