News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনায় বাংলাদেশের স্বীকৃতি

রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনায় বাংলাদেশের স্বীকৃতি

ঢাকা: রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনায় বাংলাদেশ ‘উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল অ্যাওয়ার্ড’ লাভ করেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ পদক হস্তান্তর করেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকার জন্য বাংলাদেশকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আনুষ্ঠানিকভাবে ডব্লিউআইপি পদক তুলে দেয়া হয় দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদ্দিস আবাবায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ পদক গ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/টিআই/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়