News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৫, ১৮ জানুয়ারি ২০২০

ফলোআপ

‘মহানবীকে কটূক্তি করায় ব্লগার খুন’

‘মহানবীকে কটূক্তি করায় ব্লগার খুন’

ঢাকা: মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় ব্লগার ওয়াশিকুর রহমানকে (২৭) হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ঘটনাস্থল থেকে আটক হওয়া আরিফ ও জিকির।

সোমবার দুপুরে নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার এসআই শাহিদা।

তিনি জানান, ঘটনার পর আটক হওয়া আরিফ ও জিকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, মাঝে মাঝেই ওয়াশিকুর রহমান তার ব্লগে ধর্ম নিয়ে নানা ধরনের লেখা লিখতেন। সর্বশেষ তিনি এমন একটি লেখা পোস্ট করেছেন যেখানে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করা হয়েছে। বিষয়টি তাদের নজরে এলে ওয়াশিকুরকে হত্যার সিদ্ধান্ত নেয় আরিফ ও জিকির। পরে সোমবার সকাল ১০টার দিকে তারা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি ঢালে ওয়াশিকুরকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের চাচাতো বোন শিল্পী আক্তার জানান, ওয়াশিকুর রহমানের বাবা টিপু সুলতান ও মা রেহানা বেগম। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার উত্তর হাজীপুর গ্রামে। তার বড় বোনের নাম শিমু (৩০)। ওয়াশিকুর রহমান তার পরিবারের সাথে তেজগাঁও বিগুনবাড়ি ঢালে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি মাস্টার্স শেষ করার পর মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বেগুনবাড়ি এলাকাতে টিপু সুলতানের মোটরপার্টসের দোকান রয়েছে বলেও জানান নিহতের বোন।

উল্লেখ্য, এর আগে ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়কে। এ হত্যাকাণ্ডের কোনো ক্লু এখনও পাওয়া যায়নি। অভিজিতের স্ত্রী বন্যার অভিযোগ, হত্যাকণ্ডের সময় কাছেই পুলিশ দাঁড়িয়ে ছিল।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়