News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৩:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

মেয়র পদে ঢাকা উত্তরে ২১, দক্ষিণে ২৬ মনোনয়ন জমা

মেয়র পদে ঢাকা উত্তরে ২১, দক্ষিণে ২৬ মনোনয়ন জমা

ঢাকা: জমে উঠেছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। দলীয় ব্যানারে প্রার্থী দেয়ার বিধান না থাকলেও এ নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় পরিচয়ে মাঠে নেমেছেন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে।

তবে মনোনয়ন কেনার হিড়িক থাকলেও মনোনয়ন জমা দেয়ার সময় দেখা গেছে উল্টো চরিত্র। রোববার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২১ জন প্রার্থী। অন্যদিকে দক্ষিণে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৬ জন।

মনোনয়নপত্র জমা দেয়া ২১ জন প্রার্থীর মধ্যে ঢাকা উত্তরে আওয়ামী লীগের আনিসুল হক,
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, তার ছেলে তাবিথ আওয়াল, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, গণসংহতি অন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেত্রী সারা বেগম কবরী এবং ইসলামী আন্দোলনের নেতা শেখ ফজলে রাব্বী মাসউদ প্রমুখ।

ঢাকা উত্তরে প্রার্থীতার জন্য নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।

দক্ষিণে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়ার মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের অর্থনীতি-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকন প্রমুখ।

এছাড়া উত্তরে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৩২ জন এবং সংরক্ষিত নারী আসনে দিয়েছেন ১৫৩ জন। দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৯৪ জন এবং সংরক্ষিত নারী আসনে জমা দিয়েছেন ১৩৫ জন।

এর আগে তিন সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৩ হাজার ৪৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে মেয়র পদে রয়েছেন ৭৬ ও কাউন্সিলর পদে ২ হাজার ৯৭৩ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা উত্তরে ২৮, দক্ষিণে ৩০ এবং চট্টগ্রামে ১৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।  ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত। আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়