News Bangladesh

তরিকুল ইসলাম মিঠু, যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৩, ২৯ আগস্ট ২০২৫
আপডেট: ১১:১৩, ২৯ আগস্ট ২০২৫

বেনাপোলে কসাইকে জবাই করে হত্যা

বেনাপোলে কসাইকে জবাই করে হত্যা

ছবি: নিউজবাংলাদেশ

যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত আড়াইটার দিকে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। সে ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় এক জন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি গরু জবাই করে মাংস বিক্রি করতেন।

তার স্ত্রী আসমা বলেন, তার স্বামী প্রতি বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যায়। গতরাতে ও তিনি গরু জবাইয়ের জন্য ঘুম থেকে উঠেছিল। এ সময়ে ভ্যান চালক তার সঙ্গে থাকে। আমি তার আত্মনাদ শুনে হতচকিত হয়ে উঠি এবং বের হয়ে দেখি উঠানে তার রক্তাক্ত দেহ পড়ে আছে।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান এক জন গরু ব্যবসায়ী। সে গরু কেনাবেচা করেন এবং প্রতি শুক্রবারে গরু জবাই করে এলাকায় মাংস বিক্রি করে থাকেন। শুক্রবার ভোররাতে তার বাড়ির লোকজনের আত্মচিৎকারের আশপাশের লোকজন বাড়িতে গিয়ে দেখতে পায় তাকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে উঠানে ফেলে রেখে গেছে। মিজানুর একজন ভালো ছেলে। গ্রামে কারো সাথে কোন শত্রুতা নেই।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার বলেন, মিজানুরের ছোট ভাই ভোর ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানকে কারা মেরে উঠানে ফেলে রেখে গেছে। আমি সেখানে যাওয়ার পর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাসে একটা ছুরি উদ্ধার করেন এবং মৃতদেহটি ময়নাতদন্ত জন্য থানায় নিয়ে যান।

আরও পাড়ুন: সখীপুরে এক মাসে ছয় কৃষকের ১৪ গরু চুরি, নির্ঘুম রাত কাটাচ্ছে কৃষক

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রক্তাক্ত মরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের রহস্যে উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়