News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০৩, ১৮ জানুয়ারি ২০২০

শেয়ারবাজারে ফের পতন

শেয়ারবাজারে ফের পতন

ঢাকা: টানা দুদিন ঊর্ধ্বমুখী থাকার পর ফের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

এদিকে পুঁজিবাজারে গতি ফেরাতে স্টক হোল্ডারদের নিয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট ফোরাম নামের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) বোর্ডরুমে বাজার সংশ্লিষ্ট ৬ সংগঠনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪৮.৭৯ পয়েন্টের। লেনদেন শেষে সূচক অবস্থান নিয়েছে ৪ হাজার ৫০৯.২৮ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৬৭.৩৪ পয়েন্ট কমে লেনদেন শেষে ৮ হাজার ৪০১.৩৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। এদিন লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে।

সমন্বয় সভা শেষে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন সাংবাদিকদের জানান, “নবগঠিত ফোরাম পুঁজিবাজারসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে।”

ঢাকা স্টক এক্সচেঞ্জ
সোমবার ঢাকার শেয়ারবাজার স্টক এক্সচেঞ্জে মোট ৩০৬ টি কোম্পানির ৬ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৪০২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩১৪ কোটি ৯৩ লক্ষ ৮০ হাজার ২২৫ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি ৬ লাখ টাকা কম।    

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ৪৮.৮০ কমে ৪ হাজার ৫০৯.২৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট ২০.৩৯ কমে ১ হাজার ৭১৭.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) পয়েন্ট ১৪.৫৫ কমে ১হাজার ৯৬.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০৬ টি কোম্পনির মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, কমেছে ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: গ্রামীণ ফোন, এসিআই লি., শাশা ডেনিমস, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, এমজেএল বিডি, ফার্মা এইড, ওয়েস্টার্ন মেরিন, স্কয়ার ফার্মা ও এসিআই ফরমুলেশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফার্মা এইড, রিলায়েন্স ইন্সু., নিটল ইন্সু., ইউনিয়ন ক্যাপিটাল, এসিআই, এসিআই ফরমুলেশন, রেনউইক যজ্ঞেশ্বর, জেএমআই সিরিঞ্জ, এইচআর টেক্স ও ইফাদ অটোস।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ওয়ার ব্যাংক, এফবিএফআইএফ, দুলামিয়া কটন, এসআইবিএল, মেট্রো স্পিনিং, আইসিবি ৩য় এনআরবি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ, পাইওনিয়র ইন্সু. ও কেয়া কসমেটিকস।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৬৭.৩৪ পয়েন্ট কমে দিনশেষে ৮৪০১.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনে অংশ নেওয়া ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়