News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০৩, ১৮ জানুয়ারি ২০২০

পুঁজিবাজারে গতি ফেরাতে নতুন ফোরাম

পুঁজিবাজারে গতি ফেরাতে নতুন ফোরাম

ঢাকা: পুঁজিবাজারে গতি ফেরাতে স্টেক হোল্ডারদের নিয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট ফোরাম গঠন করা হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) বোর্ডরুমে বাজার সংশ্লিষ্ট ৬ সংগঠনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘‘এ ফোরাম পুঁজিবাজারসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে।’’

প্রথমিক অবস্থায় যেসব প্রতিষ্ঠান নিয়ে ফোরাম গঠিত হয়েছে সেগুলো হলো- ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

সভা শেষে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, ‘‘এ ফোরাম প্রাথমিকভাবে পুঁজিবাজার নিয়ে কাজ করবে। পরবর্তীতে দেশের অন্যান্য খাত নিয়েও কাজ করবে।’’

সভায় উপস্থিত ছিলেন, ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের সভাপতি আলী ইফতেখার রেজা।

সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদ খান ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সভাপতি মো. ফায়েকুজ্জামান।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়