আইপিএলে অনিশ্চিত সাকিব
ঢাকা: বাংলাদেশে পাকিস্তান সফরের সম্ভাব্য তারিখ ঠিক থাকলে আইপিএলে খেলতে পারবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
সূচি অনুযায়ী আইপিএল শুরু হবে ৮ এপ্রিল, শেষ হবে ২৪ মে। অন্যদিকে ১৯ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের হোম সিরিজ, যা চলবে ১২ কিংবা ১৩ মে পর্যন্ত।
রোববার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শেষেই ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা টুর্নামেন্ট ভারতের জনপ্রিয় ক্রিকেট আইপিএল শুরু হচ্ছে আগামী ৮ এপ্রিল। রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের সূচি প্রকাশ করেছে।
গত তিন মৌসুমের মত এবারও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএলের জমজমার টি-টোয়েন্টির লড়াই। কলকাতা নাইট রাইডার্সের হয়েই আইপিএল কাঁপানোর কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম








