তারপরও গর্বিত ম্যাককুলাম
ঢাকা: শেষ ল্যাপে গিয়ে আর পারেননি ব্রেন্ডন ম্যাককুলামরা।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপের ১১তম আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ভেঙে গেছে তাদের শিরোপা স্বপ্নও। কিন্তু তারপরও কোনো দুঃখ নেই নিউজিল্যান্ড অধিনায়কের।
এদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাককুলাম বললেন, “দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়েছি আমরা। তারা ক্রিকেটে নতুন মানদণ্ড স্থাপন করেছে। জয় তাদেরই প্রাপ্য।” খেলার শুরুতে যে পরিকল্পনা কাজে লাগাতে পারেননি সেকথাও স্বীকার করেন বি-ম্যাক।
ফাইনালে পরাজয় বরণ করা নিয়ে ম্যাককুলামের ভাষ্য, “হ্যাঁ, শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারিনি আমরা। কিন্তু গোটা টুর্নামেন্টে যেভাবে খেলেছি, তার জন্য গর্বিত আমরা। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি আমরা।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








