বিশ্বকাপ সেরা স্টার্ক, ম্যাচ সেরা ফকনার
ঢাকা: নিউজিল্যান্ডকে কাঁদিয়ে পঞ্চমবারের মতো আইসিসির বিশ্বকাপের ট্রফি জয় করলো অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ট্রফি ছাড়াও বিশ্বকাপ সেরা ও ফাইনাল ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান দুই পেসার।
এবারের বিশ্বকাপ সেরা হয়েছেন মিচেল স্টার্ক ও ফাইনাল ম্যাচে সেরা হয়েছেন জেমস ফকনার। নিজেদের মাঠে বিশ্বকাপে শুরু থেকেই বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অস্ট্রেলিয়ান তরুণ দুই পেসার।
রোববার মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার তরুণ দুই পেসারের অসাধারণ বোলিং দাপটে নিউজিল্যান্ডের স্বপ্ন ভঙ্গ হয়। টসে জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক দুই পেসারের মারাত্মক বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন ভেঙে চুড়মার হয়ে যায়। ফলে বিশ্বকাপের ফাইনালে ৪৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় ম্যাককালামরা।
ফাইনাল ম্যাচ সেরা ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার জেমস ফকনার এদিন ৯ ওভার বল করে ৩৬ রানে নিউজিল্যান্ডের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
অন্যদিকে অস্ট্রেলিয়ার ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার বিশ্বকাপ সেরা মিচেল স্টার্ক ৮ ওভার বল করে মাত্র ২০ রানে নেন দুটি উইকেট। এবারের বিশ্বকাপের শুরু থেকে সবগুলো ম্যাচেই অসাধারণ বোলিং করে অস্ট্রেলিয়ার এই পেসার সর্বমোট উইকেট পেয়েছেন ২২টি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








