News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৩, ১১ জুলাই ২০২৫

নির্বাচনের কারণে পরিবর্তন হতে পারে বিপিএলের সূচি

নির্বাচনের কারণে পরিবর্তন হতে পারে বিপিএলের সূচি

ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। তবে জাতীয় নির্বাচনের সময়সূচির কারণে এই টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম।

তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন প্রস্তুতির জন্য ডিসেম্বর মাসকে টার্গেট করা হয়েছে। এমনকি ঈদের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এই অনিশ্চয়তার মধ্যেই বিপিএলের সূচি চূড়ান্ত করতে পারছে না বিসিবি।

মাহবুব আনাম বলেন, 'সরকারের তরফ থেকে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন কথাও শুনেছি। যত ডিসেম্বরের কাছে আসব, ততই বিপিএল শুরুর তারিখ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।'

নির্বাচনের সময়সূচির সঙ্গে বিপিএলের সম্ভাব্য সংঘাত দেখা দিলে টুর্নামেন্ট পিছিয়ে মে মাসে নেওয়ার চিন্তা করছে বিসিবি। তবে মে মাসে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট থাকায় বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে বাংলাদেশের লড়াই

মাহবুব আনাম বলেন, 'যদি ডিসেম্বর-জানুয়ারিতে করতে না পারি, তাহলে আরেকটি স্লট হতে পারে- সেটা মে মাস। ডিসেম্বরেও কিছু বিদেশি লিগের সঙ্গে সময়সূচি মিলে যায়। মে মাসে করলেও আইপিএলের সঙ্গে সংঘাত হতে পারে, তবে আমরা প্রস্তুতি নিচ্ছি।'

সব মিলিয়ে জাতীয় নির্বাচনই নির্ধারণ করবে আগামী বিপিএলের সময়সূচি। নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই নির্ধারিত হবে বিপিএলের পরবর্তী আসরের তারিখ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়